আরকান আর্মির হাতে আটক ২৬ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

fec-image

কক্সবাজারের টেকনাফে বিভিন্ন সময়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির হাতে আটক ২৬ জন জেলেকে ফিরিয়ে আনলো বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
শনিবার (১৫ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে টেকনাফের মিয়ানমার ট্রানজিট ঘাট দিয়ে বিজিবির দীর্ঘদিনের মধ্যস্থতায় তাদের ফিরিয়ে আনতে সক্ষম হন।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক
লেঃ কর্নেল আশিকুর রহমান সন্ধ্যা পৌনে সাতটায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলে, বিভিন্ন সময়ে টেকনাফের কে কে খাল এবং শাহপরীরদ্বীপ ট্রলারঘাট থেকে কয়েকটি ভিন্ন ভিন্ন দলে মোট ২৬ জন জেলে নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যান। তারা মাছ শিকারের একপর্যায়ে ভুলবশত বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করেছিল। এর পর পরই আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে নৌকাসহ আটক করে নিয়ে যায়।
এখবর পেয়ে জেলেদের আত্মীয় স্বজনরা তাদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হয়। দীর্ঘ মধ্যস্থতার পর শনিবার বিকালে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এ সময় দীর্ঘ দিন ধরে আরাকান আর্মির নিকট বাজেয়াপ্ত একটি মাছ ধরার নৌকাও ফেরত আনা হয়। বর্তমানে দেশে ফিরেয়ে আনা জেলেদেরকে তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে বিজিবি জানায়,দেশের নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা সতর্ক ও সদা প্রস্তুত রয়েছে। সীমান্তে বিজিবি’র পেশাদারিত্ব, কৌশল, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের দৃষ্টান্তের রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন