ঈদুল আজহা উদযাপনে রাজস্থলী প্রশাসনের প্রস্তুতি সভা

fec-image

যথাযোগ্য মর্যাদা ও নির্বিঘ্নে পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটির রাজস্থলীতে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্র।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ঈদুল আজহার দিন স্ব স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, ঈদের জামাত অনুষ্ঠানের স্থান নির্ধারণ, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, আইন শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ঈদগাহ ময়দান ও তার আশেপাশে মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, জামাত ইসলামের আমির মাওলানা ফরিদ আহম্মদ, রাজস্থলী থানার এসআই মো. হাফিজ, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মাওলানা নুরুল হক প্রমূখ।

সভাপতির বক্তব্যে ইউএনও সজীব কান্তি রুদ্র বলেন, ঈদুল আজহা মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দময় করে তুলতে চাই। তিনি সকল দপ্তরকে স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন এবং জনসাধারণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঈদের দিন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সকলে নির্বিঘ্নে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন