

বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলার সীমান্তে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের জেগোষ্ঠীদের সাথে বাকলাই সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম মঈনসহ সেনা সদস্যরা পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে এক সাথে ঈদ উদযাপন, মধ্যহ্নভোজ ও ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ জুন দুপুরে ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট তত্ত্বাবধানের বাইকলাই সাব জোন ক্যাম্প প্রাঙ্গণে অনুষ্ঠিত ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বাকলাই সাব জোনের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম মঈন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
শুভেচ্ছা বিনিময়কালে রুমা উপজেলার বাকলাই বমপাড়া, দুলাচরণ ম্রোপাড়া, থানচি উপজেলার প্রাতাবমপাড়া, সেরকর বমপাড়া, সিত্লাংপি বমপাড়া গ্রামবাসীদের মধ্যে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কারবারীসহ অর্ধশতাধিক বিভিন্ন সম্প্রদায়ের লোকজন স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এ সময় থানচি উপজেলার প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, ব্লগার জাহিদুল ইসলাম ইমন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম মঈন বলেন, পাহাড়ে জননিরাপত্তা, আত্ম-সামাজিক উন্নয়ন শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ ফিড়িয়ে দিতে এবং বাস্তবায়নের নিরলসভাবে ক্লান্তিহীন কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে আমাদের নিরলস প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে। বাকলাই সাব জোন এলাকার সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও হেফাজতে রাখা এবং দেশের সার্বভোমত্বকে রক্ষা করা সেনাবাহিনীর দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে।