এপ্রিল কোনোভাবেই জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয় : সালাহউদ্দিন আহমেদ

fec-image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের পরিবেশ-পরিস্থিতি, আবহাওয়া, শিক্ষার্থীদের পরীক্ষা, রমজান মাস সবকিছুর বিবেচনায় কোনোভাবেই এপ্রিল মাসে জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত নয়। আমরা আশাকরি বিএনপি ও অধিকাংশ রাজনৈতিক দলের দাবি অনুসারে ডিসেম্বরের আগেই নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন।

সোমবার কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শনকালে গণমাধ্যমের সাথে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ।
তিনি আরো বলেন, করিডোর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত কেবলমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নিতে পারে, কোনো অস্থায়ী অনির্বাচিত সরকারের এই এখতিয়ার আছে বলে আমরা মনে করি না।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা ৫ আগষ্টের আগে কক্সবাজার বিএনপি কার্যালয় পুড়িয়ে দিয়েছিলো। পরে সেটি পুন:নির্মাণকাজ শুরু হয়। নির্মাণ কাজের সার্বিক ব্যবস্থা দেখতে তিনি বিএনপি কার্যালয়ে পরিদর্শনে এসেছেন।

এর আগে বিকেলে কক্সবাজার পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন তিনি।
পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং শহীদ ওয়াসিমের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ-খবর নেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন