parbattanews

পানছড়িতে শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনাসভা

পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। পানছড়ি থানা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১টায় থানা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আ: জব্বার। অনুষ্ঠানে আগত অতিথিরা পানছড়ি থানার এ মহতি উদ্দ্যোগকে স্বাগত জানান। এ সময় মুক্ত আলোচনায় বিভিন্ন সমস্যাদির কথা উঠে আসে।

বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির প্রধানরা জানান, প্রতি বছর কিছু কিছু মদ্যপ পূজা চলাকালীন সময়ে মদপান করে শান্তি শৃংখলার অবনতি ঘটায়। তাছাড়া ইভটিজিং বিষয়ক কিছু তথ্যাদিও উঠে আসে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কান্তি বৈদ্য বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে গভীর রাতে মহিলারা যাতে একাকী বের না হয় সেদিকে কড়া নজর দিতে হবে।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ বলেন, ‘পূজা চলাকালীন সময়ের জন্য একটি কন্ট্রোলরুম থাকবে। কোন ধরণের ঘটনা ঘটার সাথে সাথে কন্ট্রোলরুমে জানিয়ে দিবেন। এছাড়া দুটো পেট্টোল টিম পূজামন্ডপ এলাকায় সারাক্ষাণ ঘুরে বেড়াবে।’

এ সময় সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দুদক সভাপতি বকুল চন্দ্র চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা, সমর বিকাশ চাকমা ও সুব্রত চাকমা। এছাড়া বিভিন্ন পূজামন্ডপের সভাপতি/সম্পাদক’রা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, এবারে উপজেলার ৫টি ইউনিয়নে ৯টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কোন কোন মন্দিরে ইতোমধ্যে প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ এবং কোন কোন মন্দিরে প্রতিমা শিল্পীর নিপুণ হাতের তুলির শেষ আঁছড় পড়ার অপেক্ষায় রয়েছে।

Exit mobile version