parbattanews

লক্ষ্মীছড়িতে শিশু ও নারি উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

PRKPURn6n

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় “শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় রামগড় তথ্য অফিসের উদ্যোগে দিন ব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪শে নভেম্বর মঙ্গলবার উপজেলার নেতৃস্থানীয় এবং জনপ্রতিনিধিদের নিয়ে ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান। স্বাগত বক্তব্য রাখেন রামগড় তথ্য অফিসার মো: আতাউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজেন্দ্র চাকমা। লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো: আলাউদ্দিন শিশুর যত্ন ও করণীয় সম্পর্কে ব্যাপক আলোচনা করেন।

এছাড়াও শিশু ও নারীর অধিকার, শিশুর বিকাশ, জন্ম নিবন্ধন, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ রোধ, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে বক্তাদের আলোচনায় ওঠে আসে।

Exit mobile version