parbattanews

বঙ্গোপসাগরে মিয়ানমারের ১২ ট্রলারসহ ৯২ জেলে আটক

আটক

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১২টি মাছ ধরার ট্রলারসহ ৯২ জন জেলেকে আটক করেছে নৌ-বাহিনী।

মঙ্গলবার দুপুর ২টার দিকে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে নিয়মিত টহল দেয়ার সময় নৌ-বাহিনীর সদস্যরা ট্রলারসহ তাদের আটক করা হয়।

নৌ-বাহিনীর সেন্টমার্টিন ফরওয়ার্ড বেস ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট এস এম সাইফুল আলম কিবরিয়া জানান, নৌ-বাহিনীর সদস্যরা বিএন ধলেশ্বরী জাহাজে করে নিয়মিত টহল দেয়ার সময় গভীর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মিয়ানমারের কিছু ট্রলারকে মাছ ধরতে দেখতে পায়। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে এসব ট্রলারসহ ৯২ জন মাঝি-মাল্লাদের আটক করা হয়। এসময় ট্রলারে থাকা জাল ও সংগ্রহ করা মাছও জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট এস এম সাইফুল আলম কিবরিয়া জানান, গভীর সাগরে আটক মিয়ানমারের এসব জেলেদের ট্রলারসহ টেকনাফ নিয়ে আসা হচ্ছে। এদেরকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়ার পক্রিয়া চলছে।

Exit mobile version