parbattanews

কক্সবাজারের ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ সিফাত ও আরফাত ‘বন্দুকযুদ্ধে’ নিহত

দতহকজ

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের সন্ত্রাসী দু’গ্রুপের ‘বন্দুকযুদ্ধে দুর্ধর্ষ সন্ত্রাস ‘ দুই সহোদর নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকাল ৯ টার দিকে রামুর ঈদগড়- বাইশারী সড়কের পাশের পাশের অরন্য থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো শহরের পাহাড়তলীর হালিমা পাড়ার মোহাম্মদ আলমের ছেলে জাহেদুল আলম ওরফে সিফাত (২৮) এবং তার সহোদর শহীদুল আলম ওরফে আরাফাত (২০)। তারা দুজনেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী।

নিহত সিফাতের বিরুদ্ধের কক্সবাজার সদর থানায় হত্যা, ডাকাতি, নারী নির্যাতনসহ মোট ২৩টি ও আরফাতের বিরুদ্ধে ২০ টি মামলা রয়েছে। ওই দুই সন্ত্রাসী বাহিনী নিরীহ লোকজনকে অপহরণ করে পাহাড়ে আটকে রেখে মুক্তিপণ আদায়, মানুষের ঘরবাড়িতে গিয়ে জিম্মি করে চাঁদা আদায়, জমি দখল করে হাতিয়ে নিতো লাখ লাখ টাকা। এছাড়া তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদের হা-পা কেটে ফেলে। প্রয়োজনে খুন করে।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, সন্ত্রাসী সহোদর সিফাত ও আরাফাত বাহিনী সাথে অপর একটি সন্ত্রাসী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। তবে এখনো জানা যায়নি অপর বাহিনীটি কে বা কারা।

তবে নিহতদের পরিবারের দাবি, মঙ্গলবার মধ্যরাতে বাড়ি থেকে তাদের তুলে নিয়ে যায় পুলিশ। তারপর গুলি করে হত্যা করা হয়।

সিফাত ও আরাফাতের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে ময়না তদন্তের জন্য।

Exit mobile version