parbattanews

রাঙামাটিতে নারী বান্ধব হাসপাতাল কর্মসূচী বিষক স্বাস্থ্য মেলার উদ্বোধন

Rangamati mela pic2

স্টাফ রিপোর্টার:

‘এসো গড়ি নারী বান্ধব হাসপাতাল’ এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে ২দিন ব্যাপী নারী বান্ধব হাসপাতাল কর্মসূচী বিষক স্বাস্থ্য মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায়  রাঙামাটি সদর হাসপাতাল চত্বরে স্বাস্থ্য মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বৃষ কেতু চাকাম। এ সময় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠিানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, রাঙামাটি মেডিকেল কলেজ মাধ্যমে পাহাড়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এ অঞ্চলে বিভিন্ন ভাষাভাষির জাতিগোষ্ঠিসহ বাঙালীরা বসবাস করলেও অন্যান্য দেশের তুলনায় পার্বত্যাঞ্চলের মানুষ চিকিৎসা সেবায় পিছিয়ে আছে। কারণ পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা সহজে পৌঁছানো যায় না। তাই এ অঞ্চলের মানুষ স্বাস্থ্য সচেতন না। বিশেষ করে নারীরাই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারাচ্ছে। তিনি স্বাস্থ্য সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌছে দেয়ার জন্য স্বাস্থ্য বিভাগের প্রতি আহবান জানান।

মেলা উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা সিভিল সার্জেন ডা. স্নেহা কান্তি চাকমার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. মুছা মাতব্বর, ঢাকা নারী পক্ষের সদস্য শামসুন নেসা প্রমূখ।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এ সময় আরও বলেন, পার্বত্যাঞ্চলের পুরুষদের তুলনায় নারীরা বেশি কর্মঠ। কারণ পাহাড়ে জুম চাষ থেকে শুরু করে ঘরের সব কাজ একজন নারীকেই করতে হয়। তাই নারীরা স্বাস্থ্য সচেতন না। যেকোন রোগে নারীরাই বেশি ভোগে। নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আজকে নারী মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মধ্যেমে প্রত্যান্ত অঞ্চলে নারীদের স্বাস্থ্য সেবা পৌঁছানো হবে।

Exit mobile version