parbattanews

দেশব্যাপী গুপ্ত হত্যা প্রতিবাদে খাগড়াছড়িতে আ.লীগের মানববন্ধন

pic 1 (1) copyখাগড়াছড়ি প্রতিনিধি:

দেশব্যাপী গুপ্ত হত্যা, দেশবিরোধী ষড়যন্ত্র, দেশবিদ্রোহীমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও জেলা আওয়ামী লীগের দু’ গ্রুপের পৃথক পৃথক ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

রোববার সকাল ১১ টার দিকে জেলা শহরের শাপলা চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও জেলা আ’লীগের এক অংশ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলমের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. রইচ উদ্দিন, সহকারী কমান্ডার মো. মোস্তফা, সদর উপজেলা কমান্ডার আব্দুর রহমান, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক ডা. হানিফ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা সভাপতি মে. হারুন উর রশিদ প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আ’লীগের এক অংশের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সফি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম, জেলা মহিলা আ.লীগের যুগ্ম সম্পাদিকা শাহিনা আক্তার, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মো. নুরুন্নবী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন ফিরোজসহ জেলা আ’লীগের সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে জেলা আ’লীগের দু’গ্রুপের এক অংশের আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রনবিক্রম ত্রিপুরা নেতৃত্বে জেলা আ.লীগের সকল সংগঠনের উদ্যোগে জেলা শহরের শাপলা চত্বরে রোববার বিকাল ৩ টার দিকে দেশজুড়ে বিএনপি’র জামায়াতের গুপ্ত হত্যা সন্ত্রাস, নৈরাজ্য ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রন বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ও পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধূরী, সহ-সভাপতি মো. মনির হোসেন খান, সাধারণ সম্পাদক নির্মল লেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পাজেপ সদস্য এম এ জব্বার, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের নেতা শানে আলম জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক একে এম ইসমাইল হোসেন প্রমূখ। এ সময় জেলা আ.লীগের সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Exit mobile version