বান্দরবান

ঝুঁকি নি‌য়েই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় শিক্ষার্থী‌দের

fec-image

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা নির্ধা‌রিত সম‌য়ের আ‌গে বিদ্যাল‌য়ে পৌঁছা‌লে তা‌দের বিদ্যাল‌য়ের গেই‌টের ভেত‌রে প্রবেশ কর‌তে দেয়া হয়না। ফ‌লে বাধ্য হ‌য়েই ব্যস্ত সড়‌কের পা‌শে জীব‌নের ঝুঁকি নি‌য়ে দাঁড়ি‌য়ে থাক‌তে হয় কোমলমতি শিক্ষার্থী‌দের।

স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, বান্দরবান বাজা‌র এবং পা‌শেই র‌য়ে‌ছে ই‌জিবাই‌কের স্টেশন। আর এখা‌নেই অব‌স্থিত বান্দরবান সরকারি উচ্চ বিদ্যাল‌য়। আর এ বিদ্যাল‌য়ের গেই‌টের ভেত‌রে র‌য়ে‌ছে একজন নিরাপত্তা প্রহরী, গেই‌টের বা‌হি‌রে দাঁড়ি‌য়ে আ‌ছে অর্ধশতা‌ধিক ‌কোমলম‌তি শিক্ষার্থী। শিক্ষার্থীরা ব্যস্ততম সড়‌কের যানবাহন থে‌কে নি‌জে‌কে বাঁচা‌তে বার বার প্রবেশ কর‌তে চাই‌ছে গেই‌টের ভেত‌রে। কিন্তু এ শিক্ষার্থীদের ভেত‌রে প্রবেশ প‌থে বাঁধা হ‌য়ে দাঁড়ি‌য়ে‌ছে ভেত‌রে থাকা সেই নিরাপত্তা প্রহরী। অ‌নেকটা বাধ্য হ‌য়েই শিক্ষার্থীরা জীব‌নের ঝুঁকি নি‌য়ে দাঁড়ি‌য়ে আ‌ছে ব্যস্ততম এ সড়‌কে। আর তা‌দের পাশ ঘে‌ষে দ্রুতগ‌তি‌তে চল‌ছে নানা ধর‌নের যানবাহন।

খোঁজ‌ নি‌য়ে জানা‌ গে‌ছে, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যাল‌য়ে প্রাত শাখা ও দিবা শাখায় পাঠদান করা হয়। এ কার‌ণে প্রাত শাখার শিক্ষার্থী‌দের ছু‌টি না হওয়া আ‌গে দিবা শাখার কোন শিক্ষার্থী বিদ্যাল‌য়ে চ‌লে আস‌লে তা‌দের জীব‌নের ঝুঁকি নি‌য়েই ব্যস্ততম রাস্তার পাশেই অ‌পেক্ষা কর‌তে হয়।

এ‌দি‌কে বিদ্যাল‌য়ের ভেত‌রে বিশাল মাঠ ও শিক্ষার্থী‌দের মিলনায়তন থাকার পরও তা‌দের সেখা‌নে অবস্থা‌নের ব্যবস্থা না করে রাস্তায় দাঁড় ক‌রিয়ে রাখায় ক্ষুদ্ধ বিদ্যাল‌য়ের অ‌ভিভাবকরা।

এ বিষ‌য়ে বান্দরবা‌নের এক শিক্ষার্থীর অ‌ভিভাবক মংহাই‌সিং মারমা ব‌লেন, প্রতি‌দিন এভা‌বে শিক্ষার্থী‌দের ঝুঁকি নি‌য়ে বিদ্যাল‌য়ের গেই‌টের বাই‌রে রাস্তার পা‌শে দাঁড়ি‌য়ে থাক‌তে হয়। এ‌তে ক‌রে তা‌দের পাশ দি‌য়ে চলাচল ক‌রে নানা যানবাহন। এভাবে চল‌তে থাকলে যে‌কোনো মুহূর্তে ঘট‌তে পা‌রে বড় দুর্ঘটনা। আমরা এর প্রতিকার চাই।

এ বিষ‌য়ে বিদ্যাল‌য়ের ক‌য়েকজন কোমলমতি শিক্ষার্থী জানায়, প্রতি‌দিনই এভা‌বে বিদ্যাল‌য়ের গেই‌টে এ‌সে প্রাত শাখা ছু‌টি না হওয়া পর্যন্ত আমা‌দের অ‌পেক্ষা কর‌তে হয়। এসময় আমা‌দের গা ঘেঁষে অ‌নেক গাড়ি চলাচল ক‌রে।

বান্দরবান ইজিবাইক (টমটম) চালকরা জানায়, ‌কোমলম‌তি শিক্ষার্থীরা ই‌জিবাই‌কের সাম‌নে এ‌সে দাঁড়ি‌য়ে থা‌কে। অ‌নেকসময় চলন্ত গা‌ড়ির সাম‌নে এ‌সে দৌড় দেয়। এ‌তে সবসময় আমা‌দের সতর্ক থাক‌তে হয়। এখনই ব্যবস্থা না নি‌লে যে‌কোনো মুহূর্তে ঘট‌তে পা‌রে বড় দুর্ঘটনা।

এ বিষ‌য়ে বান্দরবান সরকাররি উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিপ্তী কণা দে ব‌লেন, প্রাত শাখার শিক্ষা‌দের ছু‌টি হবার আ‌গে কোন দিবা শাখার শিক্ষার্থী পৌঁছে গে‌লে তা‌দের বা‌হি‌রে অ‌পেক্ষা কর‌তে হয়। ত‌বে তা‌দের বিদ্যাল‌য়ের মা‌ঠে অবস্থান করা‌নো যে‌তে পা‌রে। আ‌মি বিষয়‌টি দেখ‌ব।

ত‌বে দ্রুত উর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের সা‌থে আলাপ ক‌রে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দি‌য়ে‌ছেন বান্দরবান জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যাজি‌স্ট্রেট কা‌য়েসুর রহমান। তি‌নি ব‌লেন, আ‌মি অবশ্যই বিষয়‌টি খ‌তি‌য়ে দেখ‌ব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন