ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক মার্টিনেজ

fec-image

নিজের আগ্রহেই কলকাতা সফরে যাওয়ার আগে ঢাকায় পা রাখবেন এ আর্জেন্টাইন গোলরক্ষক

আসছে ফিফা উইন্ডোতে বাংলাদেশে আসার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। মেসিদের ঢাকা সফরের আলোচনা অনেকদূর এগোলেও মাঠ সংকটের কারণে শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে। মেসির পুরো দল না আসলেও বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজের বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। আর্জেন্টাইন এই গোলরক্ষক আবার ভালো করেই জানেন, বাংলাদেশে তাদের অগণিত সমর্থক রয়েছে। তাই নিজ আগ্রহে এ দেশে আসার ইচ্ছে পোষণ করেছেন তিনি।

সবকিছু ঠিকঠাক থাকলে মার্টিনেজ আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখতে যাচ্ছেন। দেশের একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপে এমনটি নিশ্চিত করেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

মূলত মার্টিনেজের সফরটা ছিল কলকাতাতেই। তবে নিজ আগ্রহে ঢাকায় আসার ইচ্ছে পোষণ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। শতদ্রু দত্ত ওই জাতীয় দৈনিককে বলেন, ‘আমি শুধু কলকাতায় আনার জন্যই ওর সঙ্গে যোগাযোগ করেছিলাম। ও নিজে থেকেই বলল-আমি বাংলাদেশেও যেতে চাই। ওখানে আমার ও আর্জেন্টিনা ফুটবল দলের অনেক ভক্ত আছে। এরপর আমি বাংলাদেশেও বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে শুরু করি।’

আগামী ৪ ও ৫ জুলাই কলকাত সফর করবেন মার্টিনেজ। তার আগে ৩ জুলাই ভোরে তার ঢাকায় পা রাখার কথা। সেই দিনটা ঢাকায় থেকে পরদিন সকালে যাবেন কলকাতায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আর্জেন্টিনা, গোলরক্ষক, ঢাকা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন