রামুর গর্জনিয়ায় মিয়ানমার পাচারের সময় ২৫ মোবাইলসহ গ্রেফতার ৪


কক্সবাজার জেলার রামু থানাধীন গর্জনীয়া পুলিশ ফাঁড়ির অভিযানে মোবাইল ফোন পাচারের সাথে জড়িত পাচারকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতারসহ ২৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) কক্সবাজার জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, সিএনজি করে চোরাই পথে মিয়ানমারে মোবাইল ফোন পাচার হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে গর্জনীয়া পুলিশ। অভিযানে পাচারকারী চক্রের ৪ সদস্যকে আটক করে পুলিশ ।
এছাড়াও, উদ্ধারকৃত ২৫টি বিভিন্ন ব্র্যান্ডের এন্ড্রয়েড মোবাইল ফোন এবং পাচারের কাজে ব্যবহৃত সিএনজি গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন,মো. জুবাইর (২৩), পিতা- জাকের হোসেন, সাং- তুলাতলী, ৫নং ওয়ার্ড, দৌছড়ি ইউপি, থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা- বান্দরবান। আব্দুর রহিম শাকিল (২১), পিতা- মো. ফজল করিম, সাং- তিতার পাড়া, ৩নং ওয়ার্ড। মো. এরশাদ (২১), পিতা- লাল মিয়া, সাং- তিতার পাড়া, ৩নং ওয়ার্ড। মৃদুল দাশ (২২), পিতা- মৃত অনিল দাশ, সাং- দৌছড়ি হিন্দু পাড়া, ২নং ওয়ার্ড, কচ্ছপিয়া ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, গ্রেফতারকৃত পাচারকারী চক্রটি দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোন পাচারের মাধ্যমে অবৈধ আয় করে আসছিল। তারা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন মায়ানমার সীমান্তে পাচার করত।
এ ব্যাপারে রামু থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হবে।

















