লামার ইয়াংছা ও মিরিঞ্জায় ৩ ডিপোতে কয়েক হাজার অবৈধ কাঠ পাচারের অপেক্ষায়
লামা বন বিভাগের আওতাধীন মিরিঞ্জা ও ইয়াংছা হেডম্যান পাড়া এলাকায় ৩টি জোত পারমিটের কাঠের ডিপোতে কয়েক হাজার ঘনফুট কাঠ অবৈধভাবে মজুদ করার অভিযোগ উঠেছে। জোত পরমিটের চলাচল পাশদিয়ে ডিপোগুলোতে মজুদ কৃত এই সকল কাঠ দেশের বিভিন্ন...