বান্দরবানে মংসিংশৈ মারমা হত্যা মামলা আসামী পিসিপি সভাপতি আটক
বান্দরবানে সেনা জোনের অভিযানে রোয়াংছড়ি হত্যাকাণ্ডের আসামি মংয়ইপ্রু মারমাকে আটক করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সোমবার রাতে আন্তা পাড়া এলাকা হতে জেএসএস (মুল) দলের সদস্যকে আটক করা হয়। আটককৃত মংয়ইপ্রু মার্মা (৩৩), রোয়াংছড়ি...