আরাকান আর্মি ও আরসা’র মধ্যে ব্যাপক গোলাগুলি


বান্দরবানের আলীকদম উপজেলার পৌয়ামুহুরী সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও আরসা’র মধ্যে গতকাল থেকে তীব্র গোলাগুলির ঘটনা ঘটছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশের সীমান্ত পিলার ৫৫ ও ৫৬-এর মধ্যবর্তী শুন্য লাইনের লংপংপাড়া-বুচিডং পাড়া এলাকায় সংঘর্ষ শুরু হয়। ভোর থেকে ক্ষুদ্র অস্ত্রের টানা ফায়ারের শব্দে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইয়াংরিং পাড়ার লোকজন জানান,সীমান্তের ওপারে সংঘর্ষ শুরু হলে তারা সবসময় আতঙ্কের মধ্যে থাকেন। গোলাগুলির শব্দে মনে হয়,যেকোনো মুহূর্তে গুলি এপারে এসে পড়তে পারে। আমরা ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছি। মাঠের কাজকর্ম করতে পারছে না। শিশু ও প্রবীণদের মধ্যে ভীতি আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা গেছে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৫ এবং ৫৬ এর মধ্যবর্তী স্থানে শুন্য লাইন হতে মায়ানমারের অভ্যন্তরে লংপংপাড়া নামক স্থানে এবং বুচিডং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৫ হতে মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও আরসা’র মধ্যে ফায়ার চলমান রয়েছে। এখন পর্যন্ত সীমান্ত এলাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় সীমান্তের সব বিওপিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে বিজিবি। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে,যাতে হঠাৎ কোনো পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “বিজিবি সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি।”