জরুরি ভিত্তিতে কেনো লন্ডনে গেলেন সালাহউদ্দিন আহমদ


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ লন্ডনে গেছেন। শনিবার (১ নভেম্বর) তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘সালাহউদ্দিন আহমদ এখন দেশের বাইরে আছেন। তবে তিনি কোন দেশে গেছেন, তা সঠিকভাবে আমার জানা নেই।’
তবে দলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বাংলানিউজ২৪ এর খবরে বলা হয়েছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জরুরি ভিত্তিতে তাকে লন্ডনে ডেকেছেন। আসন্ন নির্বাচনে সব আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা নিয়ে তিনি লন্ডনে গেছেন।
ঘটনাপ্রবাহ: জাতীয় নির্বাচন, বিএনপি, মিডিয়া সেল
Facebook Comment
















