পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে : সালাহউদ্দিন

fec-image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মতভেদের ঊর্ধ্বে উঠে আমরা যেন সামাজিকভাবে পারস্পরিক ভাই-বন্ধু নাগরিক হিসেবে সবাই বসবাস করতে পারি সেজন্য আমরা সবার সহযোগিতা কামনা করি। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে, ইনশাআল্লাহ।

সোমবার (১২ জানুয়ারি) চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীর পিতা মরহুম মাস্টার সিরাজুল ইসলামের জানাজায় অংশ গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

স্থানীয় মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত জানাজায় সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জানাযায় আমি বক্তব্য দেই না এবং রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়া উচিতও নয়। সবাইকে একদিন বিদায় নিতে হবে এটাই নিয়ম, মরহুমের মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

গতকাল রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের করাইঘোনার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ৮০ বছর বয়সে মাস্টার সিরাজ উদ্দিন আহমদের মৃত্যু হয়।

জানাজায় আলমগীর চৌধুরীসহ সাবেক সংসদ সদস্য এএইচ সালাহউদ্দিন মাহমুদ, জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণিপেশার অসংখ্য মানুষ অংশ নেয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, বিএনপি, সালাহউদ্দিন আহমদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন