আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে কাপ্তাইয়ে মানববন্ধন


আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে কাপ্তাইয়ে মানববন্ধন করেছে কমিউনিটি হেলথ প্রোগাম।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার কাপ্তাই সড়কে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম ওই মানববন্ধনের আয়োজন করে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান প্রধান অতিথি উপস্থিত থেকে মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করেন।
কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগামের ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায়, বক্তব্য রাখেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. নাসির উদ্দীন, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া।
ইউএনও মুনতাসির জাহান বলেন, নারীকে যুগে যুগে অবলা হিসাবে চিহ্নিত করা হয়েছে, কিন্ত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারীদের যে পথ দেখিয়েছেন সেই পথ ধরে নারীরা এগিয়ে যাচ্ছে আজ।
মানববন্ধনে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, কমিউনিটি হেলথ প্রোগামের স্বাস্থ্য কর্মী এবং বিভিন্ন উন্নয়ন সংস্হার সদস্যরা উপস্হিত ছিলেন।