আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন

fec-image

সংগঠন হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাক্ষর করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হলে আজই (১২ মে) প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন আজ জারি হতে পারে বলে জানানো হয়। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হবে।

দলীয় কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি অনলাইনেও দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের ফেসবুক পেজসহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি।

গত শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন