কক্সবাজারের মেয়ে প্রহেলিকা বড়ুয়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

fec-image

৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের সন্তান প্রহেলিকা বড়ুয়া। তিনি রামু বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

জানা যায়, চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১২০ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানান, ৪৮তম বিশেষ বিসিএসে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। তাদের নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

গত ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।

এর দুদিন পর ২০ জুলাই দিনগত রাত ১২টার দিকে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন মোট ৫ হাজার ২০৬ জন। সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। মৌখিক পরীক্ষায় অংশ নেন তারা। ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, প্রহেলিকা বড়ুয়া, বিসিএস স্বাস্থ্য ক্যাডার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন