কাপ্তাইয়ে জেলেদের মাঝে চাল বিতরণ
কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধ থাকাকালে কর্মহীন হয়ে পড়া ৬শ’ ৯৭ জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬আগস্ট) বেলা ১২টায় ৪নং ইউপি কার্যালয়ে জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ কার্ডের চাল দেয়া হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদ মন্ত্রণালয়ের বরাদ্দ ১৩ হাজার ৯৪০ কেজি চাল কাপ্তাই হ্রদের ৬শ’ ৯৭ জন মৎস্যজীবীর মাঝে জনপ্রতি ২০ কেজি করে বিতরণ করা হয়।
কাপ্তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, কাপ্তাই লেকে বন্ধ থাকার সময় লেকের ওপর নির্ভরশীল মৎস্যজীবীদের মাঝে এ ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়। এ সময় সরকারি অফিসার ও স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাপ্তাই ইউনিয়নে ৬শ’ ৭৫ জন এবং চিৎমরম ইউনিয়নের ২২ জন জেলের মাঝে এই চাল বিতরণ করা হয়।