কাপ্তাইয়ে বিএনপি ও জনতার আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার সংবাদ শুনে রাঙামাটির কাপ্তাইয়ে বিএনপির অঙ্গ সংগঠনসহ সাধারণ জনতা উল্লাস করেছে।
সোমবার (৫ আগস্ট) বিকাল ৪টায় কাপ্তাই উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে আনন্দ উল্লাস, বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পাশাপাশি আনন্দ মিছিলে সাধারণ লোকজন লাল সবুজের পতাকা নিয়ে মিছিল করতে দেখা যায়। পরে কাপ্তাই নতুন বাজারে বৃষ্টি উপেক্ষা করে গাড়ির উপর দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ।
তিনি বলেন, এটা জনতার বিজয় আপনারা সকলে শান্ত থাকুন এবং শৃঙ্খলা বজায় রাখুন। এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comment