কাপ্তাইয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, শিক্ষা উপকরণ বিতরণ

fec-image

রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ মঙ্গলবার (১২ নভেম্বর) কাপ্তাই এর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, পরিদর্শন, শিক্ষা উপকরণ বিতরণ এবং উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

কর্মসূচীর অংশ হিসাবে জেলা প্রশাসক সকাল ১০টায় কাপ্তাই উপজেলার ওয়াগ্গা মুরালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসেল, রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার শানজিদা মুস্তারী, সহকারী শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা, স্কুলের প্রধান শিক্ষক মমতা চাকমা, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষার মান বাড়ানোর জন্য শিক্ষকদের আরও আন্তরিক হবার আহ্বান জানান। পরে জেলা প্রশাসক শিক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
এরপর জেলা প্রশাসক তম্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের  পরিদর্শন করেন।

এদিকে কর্মসূচীর অংশ হিসাবে জেলা প্রশাসক ৫নং ওয়াগ্গা ইউনিয়নের নব নির্মিত ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন। এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসেল, কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ নাছির উদ্দিন, ৫নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বেবী সহ ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরপর রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি মারমা পাড়ায় বয়স্কদের জন্য নির্মিত প্রবীন শিক্ষা কেন্দ্রের উদ্বোধন এবং তাদের মধ্যে গেন্জি এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরে জেলা প্রশাসক কাপ্তাই থানা পরিদর্শন করেন, এসময় কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: নুরুল আলম এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল জেলা প্রশাসককে সালাম জানান।

এছাড়া কর্মসূচীর অংশ হিসাবে জেলা প্রশাসক উপজেলা সদরে নির্মিত আমার বাড়ী আমার খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যংক এর নতুন ভবন এর উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ, ১১ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া দূর্যোগ সহনীয় গৃহের চাবি হস্তান্তর এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্হিতিতে প্রধান অতিথি বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলে আন্তরিক হলে জাতির পিতার সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এর সঞ্চালনায় এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ নাছির উদ্দিন, চন্দ্রঘোনা থানার অফিসার্স ইনচার্জ আশরাফ উদ্দিন সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক – শিক্ষার্থী, হেডম্যান, মুক্তিযোদ্ধা সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

এদিকে কর্মসুচীর অংশ হিসাবে রাঙ্গামাটি জেলা প্রশাসক মঙ্গলবার বিকেলে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব এর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান প্রজেক্ট দেখে অভিভূত হন এবং বিজ্ঞান মনস্ক জাতি গঠনের উপর গুরুত্বারুপ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন