parbattanews

কাপ্তাই যুব রেড ক্রিসেন্ট সোসাইটির দু’দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ উদ্বোধন

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিথিবৃন্দ

রাঙ্গামাটি জেলা ইউনিটের আওতাধীন কাপ্তাই উপজেলা ইউনিট যুব রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে দু’দিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারানগিরি সরকারি উচচ বিদ্যালয় শিক্ষার্থীদের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙ্গামাটি জেলা ইউনিটের আজীবন সদস্য ও রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ইউসুফ তালুকদার (কার্বারী)।

প্রধান অতিথি ছিলেন, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী প্রধান শিক্ষক রাখাল চন্দ দাশ। এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রশিক্ষক ফাহিম ফয়সাল সাকিব (জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান), অসিফুল ইসলাম (প্রধান প্রশিক্ষণ বিভাগ), সেচ্ছাসেবক রফিকুল ইসলাম (প্রধান রক্ত বিভাগ), রাসেল, সজিব ও পপিসহ প্রমুখ।

এ সময় বক্তারা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির এ ধরনের সেচ্ছাসেবী সংগঠনের ভুয়সী প্রশংসা করেন।

Exit mobile version