কাপ্তাই যুব রেড ক্রিসেন্ট সোসাইটির দু’দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ উদ্বোধন

fec-image

রাঙ্গামাটি জেলা ইউনিটের আওতাধীন কাপ্তাই উপজেলা ইউনিট যুব রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে দু’দিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারানগিরি সরকারি উচচ বিদ্যালয় শিক্ষার্থীদের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙ্গামাটি জেলা ইউনিটের আজীবন সদস্য ও রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ইউসুফ তালুকদার (কার্বারী)।

প্রধান অতিথি ছিলেন, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী প্রধান শিক্ষক রাখাল চন্দ দাশ। এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রশিক্ষক ফাহিম ফয়সাল সাকিব (জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান), অসিফুল ইসলাম (প্রধান প্রশিক্ষণ বিভাগ), সেচ্ছাসেবক রফিকুল ইসলাম (প্রধান রক্ত বিভাগ), রাসেল, সজিব ও পপিসহ প্রমুখ।

এ সময় বক্তারা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির এ ধরনের সেচ্ছাসেবী সংগঠনের ভুয়সী প্রশংসা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন