খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে মারিশ্যা জোন চ্যাম্পিয়ন

fec-image

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মারিশ্যা জোন চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে এ ফইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের ফাইনালে মহালছড়ি জোনকে ১ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করেন মারিশ্যা জোন।

এ সময় উপস্থিত ছিলেন রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, শুভ মঙ্গল চাকমা, প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়িম রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন, মারিশ্যা জোন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন