সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর অভিযোগ

গুলশান থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজহারুল খাগড়াছড়িতে গ্রেফতার

fec-image

সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর অভিযোগে গুলশান থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সামপ্রদায়িক-সম্প্রীতিত বিনষ্টের অভিযোগে পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা। গ্রেফতারের পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, মাজহারুল ইসলাম ছিলেন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক। তিনি রাজধানীর যাত্রাবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চলসহ বিভিন্ন থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি গুলশান থানার ওসি ছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত ১২ আগস্ট তাকে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলী করা হয়।

পুলিশের সূত্র জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে গত ১৫ সেপ্টেম্বর (রোববার) দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়। তারা হলেন, শোয়াইবুর রহমান ও সজীব সরকার। সোমবার তাদের ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর আগে সোমবার সকালে তাদের নামে মামলা করে শাহজাহানপুর থানার এস আই অমিত হাসান মাহমুদ। গ্রেফতার জয় এবং সজীবের দেওয়া তথ্য অনুযায়ী মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহারে বলায় হয়, শোয়াইবুর রহমান জয় ও সজীব সরকার গত ৬ আগস্ট সকাল থেকে ১৫ সেপ্টেম্বর রাত ৯ টা পর্যন্ত বিভিন্ন সময় তাদের ফেসবুক আইডি এবং লিংক সমূহ ব্যবহার করে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের মধ্যে ঘৃনা ও সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্টসহ জনসাধারণের সেবা বাধাগ্রস্ত ও বিনষ্ট করার জন্য উস্কানিমূলক বার্তা পোষ্ট করছে। এই ধরনের পোস্ট দেওয়ার ক্ষেত্রে সাবে ওসি মাজহারুল ইসলামসহ ডিএমপি সাবেক কয়েকজন পদস্থ কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন