জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

fec-image

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আট দিনের জন্য দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সাভার গণপূর্ত বিভাগ।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য আজ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে। এ ছাড়াও স্মৃতিসৌধে সৌন্দর্য বর্ধনে আলোকসজ্জাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ১৬ ডিসেম্বর সকালে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কুটনৈতিক ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানানোর পরে সর্ব সাধারণের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন