টেকনাফে ব্যক্তি অর্থায়নে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা


কক্সবাজারের টেকনাফের হ্নীলায় পিছিয়ে পড়া একটি অবহেলিত গ্রামে বিজয় দিবসে উদ্বোধন করা হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী ‘লেচুয়াপ্রাং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠায় অর্থায়ন করেন।
স্থানীয়দের দাবি, স্বাধীনতার ৫৪ বছরে এই প্রথম একটি স্কুল প্রতিষ্ঠিত হলো ওই ওয়ার্ডে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাকের আহমদের সভাপতিত্বে সাইফুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার মোহাম্মদ রফিক, আলী আকবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ, উলুচামরি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রহমান, নয়াপাড়া মোচনী আদর্শ বিদ্যাপিঠ এর পরিচালক লোকমান হাকিম, সমাজ সেবক ও শিক্ষানূরাগি শহীদ উল্লাহ, সমাজ সেবক নুরুল আবছার, হোছন আহমদ,মাস্টার শাহজাহান, আব্দুল্লাহ মনির, জালাল উদ্দীন। উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন, ফরিদ আলম, জুহুর আলম, আব্দুর রহমান সহ অনেকেই।

















