টেকনাফে সাড়ে ৪৫ কোটি টাকার মাদক ধ্বংস


কক্সবাজারের টেকনাফে সাড়ে ৪৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড। টেকনাফে যৌথ বাহিনীর ১২ টি অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় টেকনাফ কোস্ট গার্ড স্টেশনে লে. কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি হতে ১৬ এপ্রিল পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্টমার্টিন ও আউটপোস্ট শাহপরী সমুদ্র উপকূল হতে কোস্ট গার্ডের একক এবং র্যাবের সমন্বয়ে ১২ টি মাদক বিরোধী অভিযান চালায়। এসব অভিযানে ৯ লাখ ৬ হাজার ৪’শত ৭০ পিস ইয়াবা ও ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। যার মুল্য ৪৫ কোটি ৫০ লাখ ৪৭০ টাকা।
উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় আলামত হিসেবে ৯’শ ৮০ পিস ইয়াবা ও ১৭৫ গ্রাম গাঁজা থানায় জমা দিয়ে মামলা ও জিডি করা হয়েছে। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজারের আদেশে টেকনাফে ৯ লাখ ৫ হাজার ৪৯০ পিস ইয়াবা ও ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশ প্রদান করেন।
শুক্রবার (১৬ মে) সকাল ১১ টায় বিসিজি স্টেশন টেকনাফে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার- ১ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার-৫ (ইনচার্জ মালখানা) এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন এর প্রতিনিধিদের উপস্থিতিতে ইয়াবা ও গাঁজা ধ্বংস করা হয়েছে।
এসময় যৌথ অভিযানে অংগ্রহণকারী র্যাব এবং পুলিশের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। কোস্ট গার্ডের ওই কর্মকর্তা আরো জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে।
যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, সরকার পরিবর্তনের পর থেকে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে মাদককারবারিরা। বৃদ্ধি পেয়েছে মাদকের চালান। নাফ নদী ও সাগরে বিজিবি ও কোস্ট গার্ডের টহল ও তৎপরতা বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে স্পীড বোটের টহল। তবুও থেমে নেই মাদক পাচারসহ রোহিঙ্গা অনুপ্রবেশ।