থানচিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন আহত
বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার লিক্রিতে নির্মাণাধীন সড়কে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী চাঁদের গাড়ি মুখামুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বোল্ডিং পাড়া নিবাসী ক্রিখেন ম্রো (৪৮), নিয়াসিং পাড়ার লাংরাও ম্রো (৩৬), ওয়াক পাড়ার রেংওয়াং ম্রো (২৫), সুসম পাড়ার লংকু মারো (৩০), নেহাই ম্রো (১৪), বাসিরাং পাড়ার বিল্লাস ত্রিপুরা (২০) ও ওয়াক পাড়ার মেনওয়াই ম্রো (২৪)।
জানা যায়, থানচি সদর ইউনিয়নের বোল্ডিং পাড়া থেকে ১০-১১ জন যাত্রী নিয়ে চাঁদের গাড়ি থানচি বাজারে উদ্দেশ্যে ছেড়ে আসে। অপরদিক থেকে থানচি বাজার থেকে মালামাল নিয়ে ঠিকাদার সূজন দাশের একটি ট্রাক সড়কের ১০ কিলোমিটারের উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় থানচি লিক্রি সড়কের সাড়ে ৫ কিলোমিটার থাওয়াই ম্রো কারবারি পাড়া নামক স্থানে পৌঁছালে দুই যানবহনের সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স’র ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে ৪ জন বাড়ি ফিরেছে। তবে গুরুতর আহত অবস্থা অপর ৩ জনকে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স’র চিকিৎসক আরএমও ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান বলেন, আহত ৭ জনের মধ্যে ৪ জন সামান্য আঘাত পেয়েছে। অপর তিনজনকে বান্দরবান সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। তবে আহতদের অবস্থা আশঙ্কজনক নয়।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জসিম উদ্দিন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে আমরা কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।