দেশের সেরা দাবাড়ু রাণী হামিদ এখন ভারতে

fec-image

বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান নারী দাবাড়ু রাণী হামিদ ৮০ বছর বয়সেও খেলে যাচ্ছেন। এমনকি বিদেশেও টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। যদিও এবার বিদেশ সফরে গিয়ে বিপাকেই পড়েছেন এ প্রবীণ দাবাড়ু।

বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান নারী দাবাড়ু রাণী হামিদ ৮০ বছর বয়সেও খেলে যাচ্ছেন। এমনকি বিদেশেও টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। যদিও এবার বিদেশ সফরে গিয়ে বিপাকেই পড়েছেন এ প্রবীণ দাবাড়ু। ২১তম দিল্লি ইন্টারন্যাশনাল ওপেন গ্র্যান্ডমাস্টারস চেস টুর্নামেন্টে অংশ নিতে ৬ জুন দিল্লি যান এ আন্তর্জাতিক মাস্টার।

তার সঙ্গে ছিলেন ৩৭ বছর বয়সী দাবাড়ু আছিয়া সুলতানা। কিন্তু ভিসা জটিলতার কারণে আছিয়াকে ভারতে প্রবেশ করতে দেয়নি দিল্লির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে বিদেশে প্রায় ‘নিঃসঙ্গ’ হয়ে পড়েছেন রাণী হামিদ। আয়োজকদের আন্তরিকতা ও আতিথেয়তায় তিনি খেলে যাচ্ছেন বটে, তিনি একাকিত্বের বিষয়টি প্রকাশ করেছেন।

গত ৬ জুন সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে আছিয়াকে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটকে দেয়। তাদের দাবি, আছিয়া আগেরবার মেডিকেল ভিসায় ভারতে গিয়ে চিকিৎসা না করিয়ে একটি দাবা টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন, যা ভিসার নিয়ম লঙ্ঘনের শামিল। ফলে এবার তাকে ভারতে ঢুকতেই দেয়া হয়নি। সারা রাত দিল্লি বিমানবন্দরে থাকতে হয় আছিয়াকে।

পরদিন সকালে তিনি দেশে ফিরে আসেন। এতে একা হয়ে যান রাণী হামিদ। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় সফরে সাধারণত সঙ্গে কাউকে রাখতে চান রানী। আছিয়াই ছিলেন এ সফরে তার ভরসা। কিন্তু তাকে ফেরত পাঠানোয় রানীর চলাফেরা ও খেলায় প্রভাব পড়ে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন