নারীর হাতে চড় খেয়ে হকচকিয়ে যান শাহরুখ খান


বলিউড কিং খান শাহরুখ খান। যিনি হাজার হাজার নারী ভক্তের মনে বসবাস করেন। সে স্বপ্নের তারকাই চড় খেলেন এক নারী ভক্তের হাতে। অবিশ্বাস্য হলেও এমন কাণ্ডই ঘটেছে বলিউড সুপারস্টারের সাথে।
বলিউডে মাঝে মাঝে এমন অনেক গুঞ্জন ছড়িয়ে পড়তে দেখা যায়। কিন্তু এটা কোনও গুঞ্জন নয়। কারণ খোদ শাহরুখ খান এই কথা স্বীকার করেছিলেন। এমনকি তিনি নিজেই এটা সবার সঙ্গে শেয়ার করেন।
জিরো সিনেমার প্রচারের সময় শাহরুখ খান এক সাক্ষাৎকারে জানিয়েন সত্যিকার ঘটনা।
এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, আপনি প্রথম দিল্লি থেকে কীভাবে মুম্বাইতে এসেছিলেন? জবাবে শাহরুখ খান জানান, ট্রেনে।
তবে সেই ট্রেনেই ঘটে এক অদ্ভুত ঘটনা। ট্রেনে টিকিট কেটেই উঠেছিলেন শাহরুখ খান। যার ফলে নিজে আসন নিয়ে তিনি ছিলেন বেজায় সচেতন। সবার মতোই শুয়ে-বসে আসছিলেন। কেউ ক্ষণিকের জন্য বসতে চাইলে তাও দিচ্ছিলেন। কিন্তু ট্রেন মুম্বাইতে প্রবেশ করতেই ঘটে বিপত্তি। শাহরুখ খানের আসনে বেশ কয়েকজন এসে বসতে চান। তিনি সবাইকেই বলছিলেন যে এখানে বসা যাবে না, কারণ এই আসন তার।
কিছুক্ষণ পরে এক নারী তার আসনে বসতে আসেন। নারী হওয়ায় তখন শাহরুখ তাকে বসতে দিয়েছিলেন ঠিকই, তবে জানিয়ে দিয়েছিলেন যে, তার সঙ্গে থাকা পুরুষটিকে তিনি বসতে দেবেন না। কারণ এটা তার আসন, আর তিনি টাকা দিয়ে এই আসনটি সংরক্ষণ করেছেন। তখন আচমকাই শাহরুখের গালে সজোরে চড় মেরে বসেন ওই নারী!
এ ঘটনায় হকচকিয়ে যান শাহরুখ। তখন তাকে জানানো হয় যে, ট্রেন মুম্বাইতে প্রবেশ করার পর তা লোকাল হয়ে যায়। কোনো আসনই আর সম্পূর্ণ সংরক্ষণ থাকে না। জায়গা থাকলে সবাই এসে সেখানে বসতে পারেন। তখন নিজের ভুল বুঝতে পারেন শাহরুখ।

















