নিহত পুলিশ সদস্যের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


নিহত পুলিশ সদস্যের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবির।
মঙ্গলবার (২১ মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় এসপি আলমগীর জানান, গত বছর কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ কনস্টেবল বরুণ চাকমার স্ত্রীকে ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) কর্তৃক প্রেরিত ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।
ঈদ সামগ্রী বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহসহ কর্তব্যরত অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: ঈদ সামগ্রী, বিতরণ, রাঙ্গামাটি
Facebook Comment