পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জয়শংকরের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামনিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। রোববার ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সংকটের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে।তারা উভয়ে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এক সঙ্গে কাজ করার প্রতি জোর দিয়েছেন। রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।মাসকাটে ৮ম ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইন্ডিয়া ফাউন্ডেশন এবং ওমানের যৌথ আয়োজনে এই সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, বৈঠকে পারস্পরিক উদ্বেগ ও আগ্রহের নানা বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় তারা সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারন পরিষদের সাইডলাইনে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের কথা স্মরণ করেন।জাতিসংঘে অনুষ্ঠিত বৈঠকের পর দুই দেশের মধ্যে অনেকগুলো বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে তারা উল্লেখ করেন।এগুলোর মধ্যে অন্যতম, ৯ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশ সফর, ১০-১১ ফেব্রুয়ারি বাংলাদেশের জ্বালানী উপদেষ্টা দিল্লিতে জ্বালানী সপ্তাহের অনুষ্ঠানে যোগদান।উভয়পক্ষ উল্লেখ করেছে যে, ১৮-১৯ ফেব্রুয়ারি দুই দেশের সীমান্ত রক্ষীদের মহাপরিচালক পর্যায়ে দিলি­তে বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা গঙ্গা চুক্তির নবায়নের আলোচনা শুরু করার প্রতি জোর দিয়েছেন। তিনি সার্ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক করার পক্ষে মত দিয়ে এ বিষয়ে ভারতের সহায়তা কামনা করেন।
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন