পানছড়িতে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত
এই প্রথমবারের মতো খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পরিবেশন হয়েছে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালী সন্ধ্যা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) সন্ধ্যা থেকে শুরু হওয়া এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজক ছিল আস-সুন্নাহ ইসলামিক সোসাইটি। পানছড়ি বাজারস্থ হাকিম আলী মার্কেটের সামনে আয়োজিত অনুষ্ঠান উপভোগে ছুটে আসে উপচেপড়া দর্শনার্থী। আস-সুন্নাহ ইসলামিক সোসাইটির পরিচালক মাওলানা আব্দুল কাদের ওয়ায়েজীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পানছড়ি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: দলিলুর রহমান।
“অপ-সংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সাংস্কৃতির জয় হোক” প্রতিপাদ্যর ব্যানারে বাদ্য যন্ত্র বিহীন অনুষ্ঠানে সুরে সুরে মুগ্ধ করা ইসলামী সংগীত পরিবেশন করেন “আস-সুন্নাহ নাশিদ টিম। সু-মধুর কন্ঠে ইসলামী সংগীত পরিবেশ করে সবার নজর কাড়ে ক্ষুদে শিল্পী মো: নাজমুল হুদা। সু-মধুর কন্ঠের জন্য তাঁকে আস-সুন্নাহ নাশিদ টিমের সদস্য করা হয়।
খাগড়াছড়ি সচেতন সাংস্কৃতিক ফোরামের পরিচালক মহিউদ্দিন বিন সুরুজসহ আস-সুন্নাহ নাশিদ টিমের সদস্যরা রাত দশটা পর্যন্ত সুরে সুরে দর্শনার্থীর মন জয় করে নেন। এ সময় “অপ-সংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সাংস্কৃতির জয়ের” ¯স্লোগান ধরেন সবাই। রাত দশটায় মোনাজাতের মধ্যে দিয়ে ব্যতিক্রমী এই আয়োজনের সমাপ্তি ঘটে।