পারিবারিক কলহের জেরে উখিয়ায় তরুণের আত্মহত্যা
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে পারিবারিক কলহের জেরে এক তরুণের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
১৫ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে মো. ইকবাল (১৮) নামের ওই তরুণ আত্মহত্যা করেন বলে জানা যায়। তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুচ্চগ্রামের নুর আলমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে ইকবাল নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরদিন শুক্রবার (১৬ আগস্ট) সকালে ঘুম থেকে না ওঠায় তার বাবা নুর আলমসহ পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করেন। পরে ইকবালকে ঘরের সিলিংয়ের নিচে থাকা বাঁশের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই তরুণ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।