পার্বত্য চুক্তি দিবসে যামিনীপাড়া জোনের মানবিক সহায়তা কার্যক্রম
পার্বত্য চুক্তির ২৭তম বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুস্থ ও অসহায় পাহাড়ি-বাঙালিদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি)।
সোমবার (২ ডিসেম্বর) সকালে যামিনীপাড়া জোন সদরে এ অনুদান কার্যক্রম উদ্বোধন করেন জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি।
এদিন, ৮৬ হাজার ২০০ টাকার অনুদান দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এর মধ্যে ছিল_ ৪টি চার্চে নগদ অর্থ, উচ্চশিক্ষার জন্য এক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, তবলছড়ি কদমতলী হাই স্কুল মাঠে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ।
এ সময় ১ হাজার ৫০ জনকে এ সহায়তা দেয়া হয়। যার মধ্যে ৭১২ জন পাহাড়ি ও ৩৩৮ জন বাঙালি।
জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি বলেন, “শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।