বাইশারীতে পার্বত্যমন্ত্রীর পক্ষ থেকে ছাত্রলীগের ঈদ সামগ্রী বিতরণ


নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পার্বত্যমন্ত্রী বাবু বীর বাহাদুর এমপি’র পক্ষ থেকে বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে অসহায় কর্মহীন ঘরবন্দী মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ এপ্রিল (শুক্রবার) বিকাল ৫টার সময় মধ্যম বাইশারী কাছারী পাহাড় এলাকায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এসএনকে রিপন, সাধারণ সম্পাদক হ্লাথোয়াইছিং মারমা সহ ছাত্রলীগের নেতা কর্মী ও সদস্যরা উপস্থিত থেকে এসব ঈদ সামগ্রী অসহায় কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেন।
বিতরনের সময় ছাত্রলীগ সভাপতি এসএনকে রিপন বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বাবু বীর বাহাদুর এমপি, মহোদয়ের পক্ষ থেকে আমরা এসব ঈদ সামগ্রী আপনাদের নিকট প্রদান করছি। মন্ত্রী মহোদয় পার্বত্য চট্টগ্রাম এর রুপকার। তিনি সব সময় অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনার প্রতিশ্রুতি মোতাবেক বীর বাহাদুরের নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগ এই দুর্যোগময় মুহুর্তে আপনাদের যে কোন কাজে সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, বান্দরবন কলেজ ছাত্রলীগ সদস্য আবদুল মাবুদ শাহীন, ওয়ার্ড সভাপতি হাফিজুর রহমান জিসান সহ নেতা কর্মীরা।