parbattanews

বাঘাইছড়িকে করোনা মুক্ত রাখতে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট ইউনিট

রাঙ্গামাটির বাঘাইছড়িতে করোনাভাইরাস মোকাবেলায় উপজেলা প্রশাসনের পাশাপাশি নিরলসভাবে কাজ করে চলেছে বাঘাইছড়ি রেডক্রিসেন্ট ইউনিট।

রাঙ্গামাটি জেলা রেডক্রিসেন্ট ইউনিটের দিকনির্দেশনায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, মন্দিরসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় জীবাণুনাশক ছিটিয়ে যাচ্ছে সেচ্ছাসেবী এই সংগঠনটি।

শুক্রবার (১৫ মে) বিকাল ৩টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় বাঘাইছড়ি রেডক্রসেন্ট ইউনিটের দল নেতা -১ রিসোর্স চাকমার নেতৃত্বে একদল তরুণ রেড ক্রিসেন্টের পোশাক, পিপিই পড়ে কাঁধে স্প্রে-মেশিন জুলিয়ে উপজেলার বিভিন্ন প্রান্তে জীবাণুনাশক ছিটিয়ে যাচ্ছে। যা সর্বমহলে খুবই প্রশংসিত হচ্ছে।

স্থানীয় জনসাধারণের দাবী জীবাণুনাশক ছিটানোর এই প্রক্রিয়া যেন সব সময় চলমান থাকে।

Exit mobile version