বাঘাইছড়িকে করোনা মুক্ত রাখতে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট ইউনিট

fec-image

রাঙ্গামাটির বাঘাইছড়িতে করোনাভাইরাস মোকাবেলায় উপজেলা প্রশাসনের পাশাপাশি নিরলসভাবে কাজ করে চলেছে বাঘাইছড়ি রেডক্রিসেন্ট ইউনিট।

রাঙ্গামাটি জেলা রেডক্রিসেন্ট ইউনিটের দিকনির্দেশনায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, মন্দিরসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় জীবাণুনাশক ছিটিয়ে যাচ্ছে সেচ্ছাসেবী এই সংগঠনটি।

শুক্রবার (১৫ মে) বিকাল ৩টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় বাঘাইছড়ি রেডক্রসেন্ট ইউনিটের দল নেতা -১ রিসোর্স চাকমার নেতৃত্বে একদল তরুণ রেড ক্রিসেন্টের পোশাক, পিপিই পড়ে কাঁধে স্প্রে-মেশিন জুলিয়ে উপজেলার বিভিন্ন প্রান্তে জীবাণুনাশক ছিটিয়ে যাচ্ছে। যা সর্বমহলে খুবই প্রশংসিত হচ্ছে।

স্থানীয় জনসাধারণের দাবী জীবাণুনাশক ছিটানোর এই প্রক্রিয়া যেন সব সময় চলমান থাকে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, বাঘাইছড়ি, রাঙ্গামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন