বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


বান্দরবানে বাড়ীর ছাদের উপর আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াম আহমেদ (২১) নামে এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে পৌর শহরের নিউগুলশান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকালে বাড়ীর ছাদের উপর আম পাড়তে যায় পিয়াম আহমেদ। এ সময় লাঠি দিয়ে আম পাড়ার সময় বৈদ্যুতিক তারের সাথে লেগে ঘটনাস্থলেই মারা যান পিয়াম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দিলীপ চৌধুরী বলেন, বিকালের দিকে বাড়ীর ছাদে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় পিয়াম নামে এক যুবক। হাসপাতালের আনার পথেই মৃত্যুবরণ করেন তিনি।
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment