বান্দরবানে হারিয়ে যাওয়া মোবাইল ও অর্থ মালিকদের কাছে হস্তান্তর
বান্দরবানে অভিযান চালিয়ে চোরাইকৃত ৮৩টি মোবাইল উদ্ধার করেছে ২ আমার্ড পুলিশ। একই সাথে ভুল নম্বরে বিকাশে চলে যাওয়া প্রায় দুই লাখ টাকা উদ্ধার করা হয়।
সোমবার (২৫ নভেম্বর) বেলা দুইটায় এপিবিএম কার্যালয়ে উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ হস্তান্তর করেন এপিবিএম অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান।
আর্মড পুলিশ জানান, বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া মোবাইল ও ভুল নম্বরে বিকাশে চলে যাওয়া অর্থসহ থানায় জিডি করেন ভুক্তভোগীরা। সেই জিডি অনুসারে মোবাইল ও অর্থ উদ্ধারে অভিযান চালায় আর্মড পুলিশ। অভিযানে বিভিন্ন জেলা থেকে ৮৩টি মোবাইল ও বিকাশে ভুলে যাওয়া নগদ অর্থ ২ লাখ টাকা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিককে হস্তান্তর করেন আর্মড পুলিশ।
এপিবিএম অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান বলেন, বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া মোবাইল ও অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।