মা‌টিরাঙ্গায় পাহাড় ধ‌স, সা‌ড়ে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভা‌বিক

fec-image

টানা বর্ষণে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় পাহাড় ধ‌সের ঘটনায় সাড়ে ৩ ঘণ্টার পর সড়কে যান চলাচলা স্বাভাবিক হয়েছে।

শ‌নিবার (১৭ আগস্ট) সকাল ৯টার দি‌কে জেলার মা‌টিরাঙ্গা উপ‌জেলার সাপমারা এলাকায় খাগড়াছ‌ড়ি-চট্টগ্রাম আঞ্চ‌লিক মহাসড়কে এ ঘটনা ঘ‌টে।

এতে খাগড়াছ‌ড়ি-চট্টগ্রাম ও খাগড়াছ‌ড়ি-ঢাকা আঞ্চ‌লিক মহাসড়কে যান চলাচল বন্ধ হ‌য়ে সড়‌কের দুই দি‌কে তীব্র যান য‌টের সৃ‌ষ্টি হ‌য়ে। এ‌কই সা‌থে বৈদ্যুতিক খু‌ঁটি উপ‌ড়ে প‌ড়ে এলাকায় বিদ‌্যুৎ সরবরাহ বন্ধ হ‌য়ে যায়।

মা‌টিরাঙ্গা ফায়ার সা‌র্ভিস ও খাগড়াছ‌ড়ি সড়ক ও জনপথ বিভা‌গের যৌথ প্রচেষ্টায় প্রায় সা‌ড়ে ৩ ঘণ্টা পর সড়‌কে যান চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে। ঘটনাস্থ‌লে পু‌লিশ ও সেনাবা‌হিনী‌কে সহায়তা কাজে অংশ নিতে দেখা গেছে।

মা‌টিরাঙ্গা ফায়ার সা‌র্ভিসে দা‌য়িত্বরত জীবক কা‌ন্তি বড়ুয়া জানান, খবর পাওয়ার সা‌থে সা‌থে ফায়ার সা‌র্ভিসের ক‌র্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছে প্রায় সা‌ড়ে ৩ ঘণ্টা মা‌টি অপসার‌ণের কাজ করে যান চলাচ‌লের ব‌্যবস্থা করা হ‌য়ে‌ছে। খাগড়াছ‌ড়ি সড়ক ও জনপ‌থের কর্মীরাও এসময় কাজ কর‌ছে। সড়‌কে সম্পূর্ণ মা‌টি অপসারণ কর‌তে আরো‌ কিছু সময় লাগ‌বে ব‌লেও জানান তি‌নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন