মাটিরাঙ্গায় সা‌বেক প্রতিমন্ত্রীসহ ২ শতাধিক আ.লীগ নেতাকর্মীর নামে মামলা

fec-image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হত্যা চেষ্টার অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ দুই শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকা‌লের দি‌কে তারিকুল ইসলাম নামে এক ব্যক্তি বা‌দী হ‌য়ে মাটিরাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফ।

মামলায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ন মোরশেদ খাঁন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলামসহ ১৮৯ জনের নাম উ‌ল্লেখ ক‌রে এবং আরও ২০-৩০ জন আজ্ঞত পরিচয় ব্যক্তিকে আসামি ক‌রে মামলা দা‌য়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গেল ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিন মাটিরাঙ্গা পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে আসামিরা দলবদ্ধ হয়ে তরিকুলকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এ সময় আসামিরা ধারালো তাকে অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে আহত তারিকুল ইসলাম সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও হামলার হুমকি দেয়। পরে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন