রাঙামাটিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণ সভা

fec-image

জুলাই- আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের মিলনায়তনে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া হায়নারা পুরো দেশকে বর্তমানে অস্থির করে তোলছে। দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। তাদের প্রতিহিত করতে দেশের সকল শান্তিপ্রিয় ও দেশপ্রেমিক মানুষদের প্রতি আহ্বান জানান তারা।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পুলিশ সুপার ড. এস. এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, বৈষম্যবিরোধী ছাত্ররা এ সভায় অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন