রাঙামাটিতে ম্যাজিস্ট্রেটের স্ত্রীর মরদেহ উদ্ধার


রাঙামাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী মহিমা ইসলাম উর্মির (৩০) মরদেহ উদ্বার করেছে পুলিশ। তবে এটি হত্যা না আত্মহত্যা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (১জুলাই) সন্ধ্যা ৭টায় শহরের আলম ডকইয়ার্ড এলাকার রেজাউল করিমের ৬ তলা ভবনের বাসা থেকে এই মরদেহ উদ্বার করে কোতয়ালী থানার পুলিশ।
স্থানীয়রা জানান, মা, স্ত্রী মহিমা ইসলাম উর্মি এবং এক ছেলে এক মেয়ে নিয়ে ভবনটির ৬ তলায় বসবাস করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী। কিন্তু আজ বিকেলের ঠিক কখন এই মৃত্যু হয়েছে তা জানতে পারেনি কেউ। এমনকি মৃত্যুর কারণও জানাতে পারেনি পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শাহেদ উদ্দিন বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মৃতদেহ বাসার মেঝে পড়ে থাকতে দেখা গেছে। এসময় ঘরের সিলিং ফ্যানের সাথে একটি ওড়না ঝুলতে দেখা গেছে। মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত তথ্য জানা যাবে।
Facebook Comment