রাজস্থলীর বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান নিখোঁজ

fec-image

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আদোমং মারমা নিখোঁজ রয়েছেন।

রবিবার (২৫ আগস্ট) সকাল ১২টা থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রায় ১২ ঘণ্টা পর রবিবার রাত ১২টায় এ ঘটনায় থানায় নিখোঁজ ডায়েরি করেছে আদোমং মারমার পরিবার।

জানা যায়, রবিবার সকাল ১০টায় বাসা থেকে রাজস্থলীর উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হন। এরপর তিনি আর ফেরেননি। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ রয়েছে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আনসারুল করিম গনমাধ্যমকে বলেন, থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। আমরা সব জায়গা খোঁজখবর নিচ্ছি। পরবর্তীতে পরিবাররের পক্ষ হতে মামলা করা হবে বলে ওসি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন