রামুতে রাবার বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার


কক্সবাজারের রামুতে রাবার বাগান থেকে দড়িবাঁধা অবস্থায় রাজু শর্মা (২৪) নামের যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাজু শর্মা রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হিন্দুপাড়ার রঞ্জিত শর্মার ছেলে।
বুধবার, (১ অক্টোবর) সকালে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের কোলালপাড়া এলাকায় রাবার বাগানে শ্রমিকরা রাবার কষ সংগ্রহ করতে এসে মৃতদেহটি দেখতে পান। পুলিশে খবর দিলে রামু থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের বড় ভাই ছোটন শর্মা জানান, রাজু শর্মা পেশায় সেলুন ব্যবসায়ী। গত রবিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিন ভাই ও এক বোনের মধ্যে রাজু সবার ছোট। তিনি আরও জানান- একই এলাকার গোপাল ধরের স্ত্রী অর্চনা ধরের সাথে ৫২ হাজার টাকার একটি লেনদেন ছিলো নিহত রাজু’র। রাজু নিখোঁজ থাকায় গোপাল ধরের পরিবার নিহতের স্বজনদেও একাধিকবার হুমকি ধমকিও দিয়েছিলো। তাই তার ধারনা গোপাল ধর ও তার পরিবারের সদস্য পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড সংগঠিত করেছে।
এদিকে ঘটনার পর রামু থানা পুলিশ ও সিআইডি’র পৃথক টিম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক আলামত সংগ্রহ করে।
রামু থানার ওসি আরিফ হোছাইন জানান, ঘটনার বিস্তারিত আলামত সংগ্রহ করা হয়েছে। পরিবারের খোঁজ পাওয়া গেছে। তারা মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্ত ও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে নিখোঁজের তিনদিন পর রাবার বাগান থেকে গাছের সাথে দড়িবাঁধা অবস্থায় রাজুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা ঘটনাকে রহস্যজনক হিসেবে দেখছেন এবং দ্রুত তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।